এতদ্বারা সম্মানিত ভাতাভোগীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিজিটাল উপায়ে দ্রুততম সময়ে ভাতা বিতরণের লক্ষ্যে G2P (EFT) পদ্ধতিতে সরাসরি ভাতাভোগীদের হাতে ভাতার অর্থ বিতরণ কার্যক্রম অতি শীঘ্রই নোয়াখালী সদর উপজেলায় চালু হতে যাচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভাতাভোগীকে সশরীরে হাজির হয়ে তথ্য এ ন্ট্রি নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে ভাতাভোগীকে নিম্নোক্ত ডকুমেন্ট সাথে নিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাজির হতে হবে:
১। ভাতাভোগীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি;
২। ভাতা পরিশোধ বহির মূল কপি;
৩। নমিনির জাতীয় পরিচয় পত্র/জম্ম নিবন্ধন সনদের ফটোকপি;
৪। একটি কাগজে ভাতাভোগীর নিজের/নিকট আত্মীয়ের/প্রতিবেশীর মোবাইল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে;
অনুরোধক্রমে:
শ্যামল চন্দ্র পাল
উপজেলা সমাজসেবা অফিসার
নোয়াখারী সদর, নোয়াখালী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS