Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

একনজরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম

 

ক্রমিক

  কার্যক্রমের নাম

 উপকারভোগীর  সংখ্যা

 মাসিক ভাতার হার

২০১৯-২০২০ অর্থ বছরে প্রাপ্ত বরাদ্দ

  বয়স্ক ভাতা

 ১০৪৪৫জন

   ৫০০ /-

৬,২৬,৭০,০০০/

 বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা  ভাতা

 ৪২৬৯ জন

  ৫০০ /-

 ২,৫৬,১৪,০০০/

 অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

 ৪৯৮১ জন

  ৫০০ /-

৪,৪৮,২৯,০০০/

  প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

 ৩৯০ জন

প্রাঃ- ৭০০/-

মাধ্যমিক-৭৫০/-

উচ্চ মাধ্যমিক- ৮৫০/-

উচ্চতর- ১২০০/-

 ৩৩,৩৭,২০০/

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় বিশেষ ভাতা

১৬৮ জন ৫০০/-  ১০,০৮,০০০/

বেদে জনগোষ্টীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ ভাতা

  ০১ জন ৫০০/-   ৬,০০০/

 অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তি

২০ জন

প্রাঃ- ৭০০/-

মাধ্যমিক-৮০০/-

উচ্চ মাধ্যমিক- ১০০০/-

উচ্চতর- ১২০০/-

 ১,৯০,৮০০/

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

৭৩৮ জন

 ১২০০০/-

১২,২৫,০৮,০০০/

 

 সর্ব মোট =   ২১০১২ জন    ২৫,৯৯,৯২,০০০/
    দারিদ্র বিমোচন কার্যক্রম (সুদমুক্ত ক্ষুদ্রঋণ)    
ক্রঃ নং  কার্যক্রমের নাম উপকারভোগীর সংখ্যা  এ পর্যন্ত প্রাপ্ত তহবিলের পরিমান  মন্তব্য
পল্লী সমাজসেবা কর্যক্রম ( ৫ম ও ৬ষ্ঠ পর্ব) ২০৯০ ৩১,৫৭,৭৫৪/-  
 পল্লী সমাজসেবা কর্যক্রম ( সুদমুক্ত ক্ষুদ্রঋণ ২০১১হতে চলমান)  ৮৮০  ৮৫,৫০,০০০/-  
দগ্ধ প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রম ১৮৫ ১৪,৮৭,৬০০/-  
আশ্রয়ন প্রকল্প ৪৫০ ১০,০০,০০০/-  
সম্প্রাসারিত পল্লী মাতৃকেন্দ্র  ৫১  ১২,১৬,০০০/-  
জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সুদমুক্ত ক্ষুদ্রঋণ  ০৭  ৬৪,০০০/-  
   সর্বমোট  ৩৬৬৩  ১,৫৪,৭৫,৩৫৪/  

অন্যান্য কর্যক্রমসমূহ:-

**    ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী, ষ্ট্রোকে প্যারালাইজড ও থেলাসেমিয়া এই ছয়টি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য এককালীন ৫০০০০/ টাকা আর্থিক অনুদান প্রদান কর্মসূচি। চিকিৎসার প্রমানকসহ নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করলে আবেদনসমূহ জেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে যাচাই-বাছাইক্রমে চেক ইস্যু করা হয়।

**    এমআইএস নামক সফ্টওয়ারে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের তথ্য এন্ট্রিকরণ কার্যক্রম:  ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে ভাতাভোগীদের ভাতার অর্থ বিতরনের নিমিত্তে (MIS) সফ্টওয়ারে অত্র উপজেলার সর্বমোট ১৯,৬৯৫ জন ভাতাভোগীর তথ্য আপলোডকরনের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে।

**    প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসূচিঃ
প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় অত্র উপজেলার সর্বমোট ৫৫০০ জন প্রতিবন্ধীকে ডাক্তার কর্তৃক চূড়ান্তভাবে শনাক্তকরণ করা হয়েছে। DIS (Disability Information Syestem) সফ্টওয়ারে তাদের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে। শনাক্তকৃত প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক আইডি কার্ড প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, নতুন প্রতিবন্ধী নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

**    নিবন্ধণ প্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান কার্যক্রম ঃ
সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধন প্রাপ্ত অত্র উপজেলার মোট ৩ টি বেসরকারী এতিমখানার সর্বমোট ১৫৪ জন এতিম নিবাসী মাসিক ২০০০/- (দুইহাজার) টাকা করে ক্যাপিটেশন গ্র্যান্ট পাচ্ছে।
**    স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নিবন্ধন, নিয়ন্ত্রণ ও কার্যক্রম পরিদর্শন ঃ
এ যাবত নিবন্ধন প্রাপ্ত সংস্থার সংখ্যা ২৪ টি। সক্রিয় ০৯ টি, নিস্ক্রীয় ১৫ টি, নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমূহকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বাৎসরিক এককালীণ অনুদান প্রদান করা হয়।

**  এ ছাড়া জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে চিকিৎসার জন্য, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের জন্য এবং দুঃস্থ ও অসহায়দের জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান কার্যক্রমঃ জেলা প্রশাসক, নোয়াখালী অথবা উপপরিচালক,  জেলা সমাজসেবা কার্যালয় বরাবর যথাযথ প্রমানক সহকারে আবেদন করতে হবে।